আইডিয়াল নিউজ ডেস্ক: নভেল করোনা ভাইরাস জনিত মহামারির কারণে বিশ্ব অর্থনীতিতে যে ক্ষতি হবে, এর আর্থিক জের ১২ ট্রিলিয়ন (১২ লাখ কোটি) ডলারে গিয়ে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।
আইএমএফ জানিয়েছে, ২০২০ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ৫ শতাংশ। আইএমএফের পূর্বাভাস বলছে, ২০২১ সালে বিশ্ব প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ হতে পারে। এর আগে গত এপ্রিলে প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলছে চলতি বছর তো বটেই, আগামী বছরেও অর্থনৈতিক ধাক্কা কাটবে না এবং আইএমএফ যা অনুমান করছিল, তার চেয়ে অনেক বড় ধাক্কা হতে যাচ্ছে এটি।