ধামরাই প্রতিনিধিঃ
ধামরাইয়ের আমতা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগ নেতা আরিফ হোসেনের উদ্যোগে গত রোববার মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে শোডাউন করে প্রধান অতিথি এমপি বেনজীর আহমদকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত করেন। পরে জেঠাইল-বালিয়া বাসস্ট্যান্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, বালিয়া ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেন, আমতা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ। চেয়ারম্যান প্রার্থী এ নেতা সাংবাদিকদের জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি সক্রিয় প্রার্থী ছিলাম। স্থানীয় এমপি বেনজীর আহমদের কথায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই। তাই আসন্ন নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পাব বলে আমার বিশ্বাস। মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হতে পারব বলেও জানান এ নেতা।