করোনা ভাইরাসের মধ্যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সেবা। ঘরে বসে চিকিৎসা সেবা পেতে হাসপাতালের পক্ষ থেকে চালু করা হয়েছে টেলি মেডিসিন সেবা। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মামুন মোর্শেদ জানান, রোগীরা যাতে বাসায় বসে চিকিৎসা নিতে পারেন সেজন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতল টেলি মেডিসিন সেবা চালু করেছে। এর মাধ্যমে মোবাইল ফোনেই চিকিৎসা নিতে পারবেন রোগীরা। এখানে মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, নাক-কান-গলা, ইমরার্জেন্সি (মেডিসিন রুম)- এই ছয়টি সার্ভিস দেয়া হচ্ছে। এরমধ্যে ইমার্জেন্সি বা মেডিসিন রুম সার্ভিস ২৪ ঘণ্টা দেয়া হচ্ছে। আর বাকি পাঁচটা সার্ভিস সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত দেয়া হচ্ছে।
টেলি মেডিসিন সেবার হটলাইনগুলো হল-
মেডিসিন: (সকাল ৮টা-বেলা ২টা) ০১৮৪২১৭৩৫৫২
সার্জারি: (সকাল ৮টা-বেলা ২টা) ০১৮২৪১৭৩৫৫৩
গাইনী: (সকাল ৮টা-বেলা ২টা) ০১৮৪২১৭৩৫৫৪
শিশু: (সকাল ৮টা-বেলা ২টা) ০১৮৪২১৭৩৫৫৬
নাক-কান-গলা: (সকাল ৮টা-বেলা ২টা) ০১৮৪২১৭৩৫৫৭
মেডিসিন রুম: (ইমার্জেন্সি)- (২৪ ঘণ্টা) ০১৮৪২১৭৩৫৫৮