করোনা ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা অচল হয়ে পড়ছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ৯ দশমিক ৭ শতাংশ ধস নামতে পারে। আর এর প্রভাবে চাকরি হারাতে পারে ২৪ কোটি ২০ লাখ মানুষ। ম্যানিলাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এসব তথ্য জানিয়েছে। এডিবি জানায়, মহামারি করোনাভাইরাসর কারণে বিশ্বের অনুমিত ক্ষতির পরিমাণ ৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার হতে পারে। তবে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে নিজ নিজ সরকারের হস্তক্ষেপে ক্ষতি কমাতে সহায়ক হতে পারে।
করোনায় চাকরি হারাতে পারে ২৪ কোটি ২০ লাখ মানুষ