ব্যক্তিগত গাড়িতে ঈদে বাড়ি যাওয়া যাবে সরকারের এমন ঘোষণার সুযোগ নিচ্ছে কিছু অসাধু চালক। সরকারি ঘোষণার পর ভাড়ার গাড়ি এখন ব্যক্তিগত গাড়ি হয়েছে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেই সুযোগ লুফে নিচ্ছেন নগরবাসী।
গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার উদ্দেশ্যে অনেকেই টার্মিনালের আশপাশে এসে অবস্থান নেন দিনভর। তাদের অনেকে মাইক্রোবাস বা কার ভাড়া করা গাড়ি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ভাড়ার গাড়ি এখন ব্যক্তিগত গাড়ি বলছেন ।