করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০ জন। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মারা গেলেন ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৮৭৩ জন । এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশে এখন পযন্ত মোট ৩২ হাজার ৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাসের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।