গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন ১৬৬ পুলিশ সদস্য। ফলে বাংলাদেশ পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭৩২ জনে। ভাইরাসটি এখন পর্যন্ত ১৩ পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। রোববার পুলিশের বিভিন্ন দফতর থেকে এসব তথ্য পাওয়া গেছে। ঢাকাসহ সারাদেশে ৩ হাজার ৭৩২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯৪ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬৭ জন।
করোনায় আক্রান্ত নতুন ১৬৬ পুলিশ সদস্য