দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এমপোনেং সোনা খনির শ্রমিকদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সেখানে ১৬৪ জন শ্রমিক এই মারণভাইরাসের কবলে পড়েছেন। সেখানে খনন কাজ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে । ফলে মহাবিপদের মুখে বিশ্বের গভীরতম সোনার খনি। এতজন শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ। আপাতত শ্রমিকদের আইসোলেশনে পাঠানো হয়েছে। খনির ভিতরে জীবাণুনাশক ছেটানোর কাজ চলছে। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার একটি প্ল্যাটিনাম খনিতে সবার প্রথমে এক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার পর করোনার সংক্রমণ ছড়িয়েছে সোনার খনিগুলোতেও।
সোনার খনিতেও করোনার হানা