বাংলাদেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে নভেল করোনা ভাইরাস জনিত কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ঈদুল ফিতরের আগের দিন গত ২৪ মে এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছেও সেটি পাঠানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি বাংলা এ খবর জানিয়েছে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে কোভিড-১৯ চিকিৎসায় নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল নির্ধারণ করে দেয় বাংলাদেশের সরকার। কিন্তু সেখানে পর্যাপ্ত শয্যার অভাব, চিকিৎসাসেবার অপ্রতুলতার নানা অভিযোগ ওঠে।
তাই বাংলাদেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে নভেল করোনা ভাইরাস জনিত কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।