আইডিয়াল নিউজ ডেস্ক: এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের নতুন তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। ঐ তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২০ নামে ওই তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের স্থান হলেও স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।
এ তালিকায় সবচেয়ে বেশি রয়েছে চীনের বিশ্ববিদ্যালয়। এর সংখ্যা ২৩টি। জাপানের রয়েছে ১৪টি। এ ছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে এ তালিকায়। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪০১ নম্বরে।
শিক্ষার পরিবেশ, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ পাঁচটি ক্ষেত্র বিবেচনা করে এই র্যাংকিং করা হয়। এই নিয়ে অষ্টমবার এই র্যাংকিং প্রকাশ করল টাইমস হায়ার এডুকেশন। এশিয়ার ৩০টি দেশে ও অঞ্চলের ৪৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান এ বার প্রতিনিধিত্ব করেছিল।