করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর হার দিন দিন বাড়ছেই। বাংলাদেশে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ তারপর ১০ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। শুরুতে কেবল আইইডিসিআরে পরীক্ষা করার সুযোগ ছিল বলে ভাইরাস বিস্তারের প্রকৃত চিত্র আসছিল না। এপ্রিলের শুরুতে পরীক্ষার আওতা বাড়ার পর দেশে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, আগামী আগস্ট মাস পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ দেশে ব্যাপক হারে বাড়বে। কমার কোনো সম্ভাবনা নেই। ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ আক্রান্ত হওয়ার পর হয়তো কমতে পারে। ততদিনে দেশের অবস্থা ভয়াবহ হবে।