আইডিয়াল নিউজ ডেস্ক: যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাংসদ রণজিত কুমার রায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি যশোর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
যশোরের সিভিল সার্জন জানান, গতকাল সোমবার রাতে সাংসদ রণজিৎ রায়ের যশোর শহরের রেল সড়কের বাসভবন থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রাতেই পরীক্ষার ফলাফল আসে করোনা পজেটিভ।
সিভিল সার্জন জানান, সাংসদ রণজিত রায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করেন। সে অনুযায়ী রাতেই তাঁকে সিএমএইচ এ ভর্তি করা হয়েছে।