আইডিয়াল নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের জনপ্রিয় সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার ভোররাত ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বদর উদ্দিন আহমদ কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৫ জুন করোনায় আক্রান্ত হলে কামরান সিলেটের নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরদিন তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার আরো অবনতি হলে ৭ জুন সন্ধ্যায় তাঁকে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়। গত ৮ জুন তাঁকে সিএমএইচে প্লাজমা থেরাপি দেওয়া হয়।