আইডিয়াল নিউজ ডেস্ক: করোনা ভাইরাস শনাক্ত করার পরীক্ষা বেশি করা হচ্ছে বলেই যুক্তরাষ্ট্রে দ্রুত হারে করোনা সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, করোনা শনাক্তকরণ পরীক্ষা বন্ধ করলেই সংক্রমণের হারও কমে যাবে। অন্য দেশের চেয়ে আমাদের দেশে করোনার টেস্টিং ব্যাপক আকারে করা হয়েছে এ কারণেই অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। টেস্টিং না হলে বা দুর্বল পদ্ধতিতে টেস্টিং হলে করোনা সংক্রমনের পরিমান কম দেখা যেত। এক টুইটবার্তায় ট্রাম্প এমন কথাই বলেছেন।