আইডিয়াল নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার প্রাণ কেড়ে নিলো করোনা ভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫৬ হাজার। মোট আক্রান্ত পৌনে ৮৬ লাখ মানুষ।
একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৩৮ হাজারের মতো। একদিনে সাড়ে ৭শত প্রাণহানিত হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।