আইডিয়াল নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন মাশরাফী। গতকাল শুক্রবার পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। আজ শনিবার রিপোর্টে পজেটিভ আসে। আপাতত ঢাকায় নিজের বাসায় আইসোলেশনে আছেন তিনি।
দেশে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে একজন ক্রিকেটার ও জনপ্রতিনিধি হিসেবে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মাশরাফি। নিজের আসন ও জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। মাশরাফিসহ এখন পর্যন্ত ১৪ জন সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন।